মাদক বড় অপরাধ করার পথ দেখায়- বলেছেন বিভাগীয় কমিশনার ড.হুমায়ূন কবীর

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, মাদক এই সমাজের গুরুতর সমস্যা। মাদক শুধু নিজেই সমস্যা নয়, বরং এটা সংশ্লিস্টদের গুরুতর অন্য অপরাধ ঘটাতে ব্যপকভাবে অনুপ্রাণিত করে। কাজেই মাদক নির্মূলে সমাজের সকলকেই সচেতন ও সতর্ক হতে হবে। নতুবা কেউ এর কবল থেকে বাঁচতে পারবে না।
আজ সকালে ড. দেওয়ান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সচেতনতামুলক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। সভায় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বাল্যবিয়ের পর বিচ্ছেদের শিকার কর্মজীবী নারী, ইউপি চেয়ারম্যান, সদস্য, সচিব, ইমাম, পুরোহিত, কাজী মহিলা বিষয়ক কর্মকর্তা, নিকাহ রেজিষ্টারসহ সংশ্লিস্টরা মুক্ত আলোচনায় নিজেদেও মতামত তুলে ধরেন। তারা এমন আয়োজনের উপকারিতা ও গুরুত্ব তুলে ধরে প্রশংসা করেন।

গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ,সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস, অনুদানের চেক বিতরণ, আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির। আজ দুপুরের পর তিনি গোমস্তাপুর উপজেলায় এসে এসব পরিদর্শন করেন। প্রথমে তিনি রহনপুর পৌরসভার চিনিয়াতলার দুটি সড়কের নির্মাণ কাজের উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিস পরিদর্শন ও উপজেলা সভাকক্ষে প্রাকৃতিক দুর্যোগে নিহত,আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে অনুদানের চেক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, উপপরিচালক (উপ-সচিব) স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের দেবেন্দ্র নাথ ওরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আশিক জামান, সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানাসহ অনেক।
বিকেলে ও সন্ধ্যায় তিনি রহনপুর পৌরসভা, উপজেলা ভূমি অফিস, বোয়ালিয়া ইউনিয়নের লালাপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম পরিদর্শন, আলমপুর আশ্রয়ণ প্রকল্পের বসবাসরত ও উপকারভোগীদের মধ্যে সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়নের জন্য অবহিতককরণ সভা, বোয়ালিয়া ইউনিয়ন পরিদর্শন, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ ও শিশুদের সহিংসতা বন্ধ,শিশু কিশোর-কিশোরীদের জীবন মান উন্নয়নে উঠান বৈঠকসহ ওই বিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান যোগ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top