রেডিও মহানন্দার প্রথম সম্প্রচার

২৮ অক্টোবর ২০১১ ইং তারিখ রাত ১টা ৪৩ মিনিটে অর্থাৎ ২৯ অক্টোবর ‘রেডিও মহানন্দা’ তার প্রথম পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে ২৭ মিনিট সম্প্রচারিত হয়। পরবর্তীতে ১৫ নভেম্বর রাত ৮ টায় সম্প্রচার শুরু হয়। এরপর ১৬ থেকে ২৩ তারিখ, বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সম্প্রচার চলে। আর ২৪ তারিখ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত দিনের যে কোন সময় ১/২ ঘন্টা সম্প্রচার হতো। ৪-৫ ডিসেম্বর ২০১১ ইং তারিখ কমিউনিটি রেডিও রেগুলেটরি কমিটির কেন্দ্রীয় কারিগরি কমিটির সদস্যগণ ‘রেডিও মহানন্দা’ স্টেশন পরিদর্শন করে সম্প্রচারের অনুমতি দিলে, ৬ ডিসেম্বর হতে পূণরায় বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সম্প্রচার শুরু হয়। ২৮ ডিসেম্বর ২০১১ ইং তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক ‘রেডিও মহানন্দা’ সম্প্রচারের জন্য লাইসেন্স প্রাপ্ত হয়।

Scroll to Top