উদ্যোক্তা সংস্থা-প্রয়াস পরিচিতি

প্রয়াস পরিচিতি
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় গড়ে উঠা একটি স্থানীয় বেসরকারী উন্নয়ন সংগঠন। সংগঠনটি মূলত জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতার লক্ষ্যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার সহযোগিতায় নিরন্তর সেবা প্রদান করে আসছে।

১৯৮৮ সালের বন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ব্যাপক জান-মালের ক্ষয় ক্ষতি সাধিত হলে, ক্ষতিগ্রস্ত পরিবার ও অসহায় মানুষের সেবা এবং সাহায্যে এগিয়ে আসে একদল তরুণ ছাত্র। কোন সাংগঠনিক কাঠামো না থাকলেও নিবেদিত তরুণ দলটি দক্ষ সৈনিকের মতো ভূমিকা রেখে সুনাম অর্জন করতে সক্ষম হয়। বিভিন্ন সংগঠন ও বিত্তশালী ব্যক্তিদের নিকট থেকে খাদ্য, বস্ত্র, ঔষধ সংগ্রহ করে খুবই নিয়মতান্ত্রিকভাবে বিতরণ করে আক্রান্ত জনগোষ্ঠীর মাঝে। মানবিক তাড়নায় চাহিদা মাফিক কর্মসূচি বাস্তবায়নই এই তরুণ ছাত্রদেরকে দরিদ্র, বঞ্চিত, অবহেলিত মানুষের কল্যাণ ও উন্নয়নে কাজ করার জন্য অনুপ্রাণিত করে এবং একটি সাংগঠনিক ভিত্তি স্থাপনের প্রয়োজনীয়তা অনুভূত হয়।

তারই ধারাবাহিকতায় ১৯৯৩ সালের ১৯ ডিসেম্বর প্রয়াস একটি সংগঠন হিসেবে রূপ লাভ করে। সংগঠনটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাধারণ পরিষদ ও নির্বাহী পরিষদ গঠিত আছে। বর্তমানে তিন বছর পরপর সাধারণ পরিষদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ০৭ (সাত) সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ পুর্নগঠিত হয়ে থাকে। এই রীতি অনুযায়ী ২০১৩ এর মে মাসে সাধারণ পরিষদের প্রত্যক্ষ ভোটে নির্বাহী পরিষদ পুর্নগঠিত হয়। সংগঠনের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও পরিচালনার সার্বিক দায়িত্ব অর্পিত হয় নির্বাহী পরিষদের সদস্য-সচিব তথা নির্বাহী পরিচালকের উপর। তিনি সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত হণ এবং নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ এর পরামর্শক্রমে সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকেন।

প্রথমত ‘প্রয়াস’ জেলার কিছু সংখ্যক দরিদ্র জনগণ ও আদিবাসীদের উন্নয়নে ক্ষুদ্র পরিসরে কার্যক্রম শুরু করেছিল। পরবর্তীতে সংগঠনটির পরিধি ও পরিসর ধীরে ধীরে বিস্তৃতি লাভ করলে নিজ জেলার বাইরে কাজ করার পদক্ষেপ গ্রহণ করে এবং ২০০০ সালের ৭ মে সোসাইটিজ রেজিষ্ট্রেশন অ্যাক্ট এর অধীনে ‘প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি’ নামে নিবন্ধিকৃত হয়, যার নিবন্ধন নং রাজ এস নং ৪৯/২০০০। এছাড়াও এনজিও বিষয়ক ব্যুরোর অধীনে নিবন্ধিকরণের প্রয়োজনীয়তা অনুভূত হলে ২০ এপ্রিল ২০০৪ এ (নিবন্ধন নং-১৯২৩) নিবন্ধন করা হয় এবং পরবর্তীতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির অধীনে ১৪ মে ২০০৮ ইং তারিখে নিবন্ধন করা হয় যার সনদ নং ০০৯৭৮-০০৯৮৬-০০২৪৮।

মূলত প্রয়াস নিপীড়িত, নির্যাতিত, দরিদ্র মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে আসছে এর জন্মলগ্ন থেকেই। পরিস্থিতি ও সময়ের আহ্বানে সাড়া দিয়েছে সব সময়েই। প্রয়োজন ও সময়ের দাবি মেটাতে গিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করে আসছে আন্তরিকতার সাথে। এই প্রতিবেদন তারই ধারাবাহিকতার প্রতিফলন। দীর্ঘ পথ চলতে গিয়ে অভিজ্ঞতার ঝুলি আরো পরিপুষ্ট হয়ে উঠেছে। সময়ের সাথে সঙ্গতি রেখেই প্রয়াস একটি কৌশলগত পরিকল্পনা প্রস্তুত করেছে-যার আলোকে কাজ করে প্রয়াসের অগ্রযাত্রা আরও বাস্তবমুখী এবং গতিশীল হচ্ছে। 

আরো তথ্য জানতে ভিজিট করুন: প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি

Scroll to Top