রেডিও মহানন্দা পরিচিতি

রেডিও মহানন্দা ৯৮.৮ এফ এম

প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কার্যক্রম ‘রেডিও মহানন্দা’-এর যাত্রা ২০১০ সালের ২২ এপ্রিল থেকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়-এর অনুমোদনের মাধ্যমে। প্রয়াসের উদ্যোগ ও সার্বিক সহায়তায় প্রতিষ্ঠিত ও পরিচালিত এবং চাঁপাইনবাবগঞ্জ এলাকার জনগণের অংশগ্রহণে চলমান স্থানীয় কমিউনিটিভিত্তিক ইলেকট্রনিক গণমাধ্যম ‘রেডিও মহানন্দা’ এতদঞ্চলের সর্বস্তরের মানুষের কল্যাণে নিবেদিত একটি নিয়মিত সক্রিয় সম্প্রচার কার্যক্রম।

সম্প্রচার এলাকা: চাঁপাই নবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলা যথা- চাঁপাই নবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, নাচোল, রহনপুর ও ভোলাহাট, রাজশাহী জেলার গোদাগাড়ি ও তানোর এবং নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার অংশবিশেষসহ ৮টি উপজেলার ৪২টি ইউনিয়নের আকাশ পথে ১৭ কিলোমিটার ব্যাসার্ধে সম্প্রচার সংঘটিত হয়ে থাকে। এই পরিধিতে প্রায় ২০ লক্ষ মানুষের বসবাস।

কর্মসূচির লক্ষ্য: শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে চাঁপাই নবাবগঞ্জ ও তৎসংলগ্ন স্থানীয় জনগোষ্ঠীর গণমাধ্যমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির মাধ্যমে শহর-গ্রামের বিভাজন দূর এবং অবাধ ও বস্তুনিষ্ঠ তথ্যে প্রবেশাধিকার সৃষ্টি করা।

কর্মকৌশল: উন্নয়ন কর্মসূচির সমস্যা চিহ্নিতকরণ, অভিজ্ঞতা বিনিময়, সমস্যা সমাধানে উপায় অনুসন্ধান, পারস্পরিক যোগাযোগ, মিথস্ক্রিয়া এবং শিখন।

Scroll to Top