কাজের মধ্য দিয়ে শিক্ষা

কমিউনিটি রেডিও এর মাধ্যমে নিম্নোক্ত ফলাফল অর্জিত হবে-
* নিয়মিত রেডিও অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিনোদন, স্থানীয় ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠান (যেমন: গম্ভিরা, আলকাপ, মেয়েলি গীত), ঢাকা বা রাজশাহীর গণমাধ্যমে সুযোগ না পাওয়া স্থানীয় সংস্কৃতি কর্মীর সৃজনশীল কর্ম ইত্যাদি বিষয় প্রত্যন্ত চরাঞ্চল, বরেন্দ্র অঞ্চল সহ সম্প্রচার এলাকার জনগণের মাঝে পৌঁছানো সম্ভব হবে। এছাড়াও প্রতিদিনের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খবর সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মাঝে পৌঁছানো সম্ভব হবে।
* কমিউনিটির সাধারণ মানুষ নিজেদের কৃষ্টি-কালচার এবং ভাষা ব্যবহারের মাধ্যমে রেডিও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সক্ষম হবে।
* স্থানীয় শিল্পীরা গান, নাটক, লোকনাট্য গম্ভীরা, কবিগান, পটগান ইত্যাদি দ্বারা নিজেকে উপস্থাপনের মাধ্যমে বিকশিত করার সুযোগ পাবে। এছাড়াও কমিউনিটির শিশুরা রেডিওতে শিশুতোষ/শিশু বিষয়ক অনুষ্ঠান পরিবেশন করতে সক্ষম হবে।
* কমিউনিটি রেডিওকে (রেডিও মহানন্দা৯৮.৮এফএম) কমিউনিটির মানুষ নিজেদের গণমাধ্যম হিসেবে মনে করবে এবং এক সময় সামাজিক অবদানের মাধ্যমে নিজেরাই আর্থিক সহায়তা দিয়ে রেডিও পরিচালনা করতে উদ্বুদ্ধ হবে।
* আদিবাসী/নৃগোষ্ঠীরা রেডিওতে প্রোগ্রাম তৈরি ও সম্প্রচার করতে সক্ষম হবে।
* স্থানীয় স্বেচ্ছাসেবকগণ রেডিও প্রোগ্রাম তৈরি ও সম্প্রচারকার্য শিখে নিজেদেরকে গণমাধ্যম জগতের একজন দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।
* কমিউনিটির সাধারণ মানুষ নতুন নতুন প্রযুক্তি ও ব্যবসায়িক ধারনা পেয়ে ঋণের টাকা উন্নয়নমূলক কর্মকান্ডসহ বৈচিত্রময় ঋণ বিনিয়োগে উদ্বুদ্ধ হবে।
* ক্ষুদ্রঋণ কার্যক্রমের সদস্যগণ ঋণের টাকা সঠিক খাতে বিনিয়োগ করে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে সক্ষম হবে।
* কমিউনিটির সাধারণ মানুষ শিশু ও মাতৃ স্বাস্থ্যের প্রতি যতœশীল হবে।
* কমিউনিটির সাধারণ মানুষ পুষ্টিগুণ সম্পর্কে অবগত হবে।
* কমিউনিটির সাধারণ মানুষ বাল্য বিয়ে ও যৌতুক প্রতিরোধে উৎসাহিত হবে।
* কমিউনিটির সাধারণ মানুষ শিশু শিক্ষার প্রতি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে এবং জাতীয় শিক্ষার হার বৃদ্ধিতে অবদান রাখবে।
* কমিউনিটির মানুষ নিজস্ব কৃষ্টি-কালচার সম্পর্কে অবগত হবে এবং লালন-পালনে উদ্বুদ্ধ হবে।
* নিজেদের উন্নয়ন বা অধিকার আদায়ের জন্য স্থানীয় অবহেলিত মানুষসহ বিশেষ করে নারীরা আরও সংগঠিত হবে।
* কমিউনিটির মানুষের জন্য সম্প্রচারের সময়সীমা বৃদ্ধি হবে।

Scroll to Top