চাঁপাইনবাবগঞ্জে ৩ উপজেলায় ৩২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। আগামী ৮মে অনুষ্ঠিতব্য ১ম ধাপে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রতিদ্বন্দিতায় এখন ৩২ প্রার্থী। আজ সকল প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম। এরপরই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। এদিকে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য নির্বাচনের ২য় ধাপে শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারি ১৬ প্রার্থীর সকলকেই বৈধ ঘোষণা করা হয়েছে। আজ বাছাই শেষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন।
নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল কাদের পেয়েছেন ঘোড়া ও আবু রেজা মোস্তাফা কামাল পেয়েছেন আনারস প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল পেয়েছেন আশরাফুল হক,মশিউর রহমান পেয়েছেন তালা ও কামালউদ্দীন পেয়েছেন চশমা প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুনি পেয়েছেন হাঁস ও শামীমা ইয়াসমীন পেয়েছেন বৈদ্যুতিক পাখা।
গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আশরাফ হোসেন আলিম পেয়েছেন আনারস,হুমায়ুন রেজা পেয়েছেন ঘোড়া,হালিমা খাতুন পেয়েছেন মোটরসাইকেল ও মাহফুজা খাতুন পেয়েছেন কাপ পিরিচ প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে হাসানুজ্জামান নুহু পেয়েছেন টিউবওয়েল, নজরুল ইসলাম পেয়েছেন চশমা,মোকসেদুর রহমান পেয়েছেন টিয়া পাখি,দেলোয়ার হোসেন পেয়েছেন তালা ও মাসুদ পারভেজ পেয়েছেন-মাইক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা বেগম পেয়েছেন কলস,জোহনা খাতুন পেয়েছেন ফুটবল,শামীমা জাহান পেয়েছেন বৈদ্যূতিক পাখা, মনিরা পেয়েছেন সেলাই মেশিন,শিরিন আকতার পেয়েছেন পদ্ম ফুল ও সুলতানা খাতুন পেয়েছেন হাঁস প্রতীক।
ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাবর আলী পেয়েছেন আনারস,আনোয়ারুল ইসলাম পেয়েছেন চিংড়ি মাছ,আব্দুল খালেক পেয়েছেন কাপ-পিরিচ,শরিফুল ইসলাম পেয়েছেন মোটরসাইকেল ও আব্দুল গাফফার পেয়েছেন ঘোড়া প্রতীক। এই উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে কামাল উদ্দিন পেয়েছেন চশমা,হুসেন আলী পেয়েছেন টিউবওয়েল ও কায়সার আহমেদ পেয়েছেন তালা প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহজাদী খাতুন পেয়েছেন হাঁস ও রেশমাতুল আরস পেয়েছেন ফুটবল প্রতীক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top