বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে নতুন প্রজন্মকে : জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জে আগামী ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন একই সঙ্গে এই তিন সভার আয়োজন করে।
সভায় জাতীয় শোক দিবসসহ দিবস তিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভাগুলোয় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। তিনি তার বক্তব্যে দিবস তিনটি যথাযথ মর্যাদায় মাসব্যাপী পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়া চীন’, ‘কারাগারের রোজনামচা’, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’সহ বঙ্গবন্ধু সম্পর্কিত অন্যান্য বই ছাত্রছাত্রীদেরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করতে শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা কবিতাগুলো শিশুদের দিয়ে আবৃত্তি করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। তিনি বলেন- নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে, তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
এ সময় ডেঙ্গু প্রসঙ্গেও কথা বলেন জেলা প্রশাসক। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা প্রতিরোধে সফল হয়েছি। ডেঙ্গ প্রতিরোধেও সফল হতে হবে। এজন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। আজ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার যে অভিযান শুরু হলো আগামীতে তা অব্যাহত রাখতে হবে। যে কোনো বিষয়ে গুজবে কান না দিতে জেলাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সভায় গত বছরের কর্মসূচি পড়ে শোনান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের কঠোর নজরদারি রয়েছে বলে সভায় জানান পুলিশ সুপার মো. ছাইদুল হাসান। পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।
আলোচনায় অংশ নেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম সাহিদ। এসময় উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top