গোমস্তাপুরে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন

গোমস্তাপুরে সমলয়ে আমন চাষাবাদের জন্য আধুনিক পদ্ধতি ট্রান্সাপ্লন্টার বা চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর মাঠে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান এই কর্মসূচীর উদ্বোধন করেন। পরে একই স্থানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য জিয়াউর রহমান। মাঠ দিবসে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলীর সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার ও কৃষক তাহের আলী।
কৃষক তাহের আলী বলেন, তিনি প্রথমবারের মত এই পদ্ধতিতে চাষাবাদ করছেন। তাঁর কোন ধারণা ছিল না এ পদ্ধতি। উপজেলা কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় চাষাবাদ করছেন। তিনি ধারণা করছেন কম খরচে অধিক ধান উৎপাদন হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, সমলয় পদ্ধতিতে ধান চাষে অর্থের অপচয় কম, শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরী ও সময় সাশ্রয় হয়। এই কৃষি প্রণোদনার আওতায় এই পদ্ধতিতে কৃষক বীজ,সার ও কৃষি উপকরণ, চারা উৎপাদন ও রোপণ ও ধান কাটার সুবিধা । এর আগে বোরো মৌসুমে রহনপুর ইউনিয়নের ষাড়ব্রুজ মাঠের কৃষকরা এই পদ্ধতিতে চাষাবাদ করে লাভবান হয়েছেন। চলতি আমন মৌসুমে আলিনগর মাঠের ৫৬ জন কৃষক এই পদ্ধতিতে চাষাবাদ করছেন। কৃষি প্রণোদনার আওতায় উপজেলা কৃষি বিভাগের তত্বাবধানে ট্রে পদ্ধতিতে চারা বপণ করা হয়। মাত্র ২০ দিনে ব্রি-৭৫ ধানের চারা উৎপাদন করা হয়েছে। তা ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে বাকি কৃষকের ধান রোপন করা হবে। ব্রি-৭৫ ধান জীবনকাল ১০০ থেকে ১১৫ দিন। কৃষক এই ধান করে সরিষার চাষাবাদ করতে পারবে। সংসদ সদস্য জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে প্রচুর পরিমাণে ভর্তুকি দিচ্ছে। যাতে কোন জমি পতিত না থাকে। আধুনিক এ পদ্ধতিতে কৃষকরা ধান আবাদ করলে তাঁরা স্বল্প সময়ে ও কম খরচে ধানের আবাদ করতে পারবে। কৃষকদের এ পদ্ধতিতে ধানের চারা রোপণের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। এখন আধনিক যন্ত্রের মাধ্যমে শ্রমিক সংকট সমাধান হয়ে যাচ্ছে। কৃষকের অর্থ কম লাগছে,সময় সাশ্রয় হচ্ছে।
উল্লেখ্য, ২০২২- ২৩ অর্থবছরে খরিপ ২/ ২০২৩- ২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খামার যান্ত্রীকরণের মাধ্যমে রোপা আমন (উফশী) ধানের সমলয় চাষাবাদ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top