১২ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১২ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে ৫৯ বিজিবি। রবিবার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের একটি আমবাগান থেকে বিস্ফোরক দ্রব্যগুলো উদ্ধার করা হয়। তেলকুপি সীমান্ত পিলার ১৮০/৭ এস হতে আনুমানিক ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়।
৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যে জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষে বিস্ফোরক দ্রব্যের একটি চালান সীমান্ত এলাকা দিয়ে রবিবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে। এমন খবর পেয়ে রহনপুর ব্যাটালিয়নের অধীনস্থ তেলকুপি বিওপির হাবিলদার মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে একটি টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ওই আমবাগানে অবস্থান নেয়। এর একপর্যায়ে দুজন লোক ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া দিলে তাদের হাতে থাকা ২টি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করে ১২ কেজি বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়। এরপর উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলো রহনপুর ব্যাটালিয়নের ক-৯ ইউনিট সদস্য সিপাহী সুব্রত কান্ত ঘোষের সহযোগিতায় বিজিডি-১০১৬ ল্যাবরেডর, এক্সপ্লোসিভ ডগ ‘টিপু’ এবং র‌্যাব-৫ রাজশাহীর বোম্ব ডিসপোজাল দলকে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে দ্রব্যগুলোর মধ্যে বিস্ফোরক রয়েছে বলে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যায়। উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলো শিবগঞ্জ থানায় জিডির মাধ্যমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Scroll to Top