হিজাব পরে খেলে বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়লেন বেনজিনা

ফিফা ২০২৩ নারী ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো যে আটটি দল খেলছে তার মধ্যে মরোক্কো অন্যতম। প্রথম ম্যাচে তারা শক্তিশালী জার্মানির কাছে হেরে যায় ৬-০ গোলে। তবে পরের ম্যাচেই আজ রোববার দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিয়েছে ১-০ গোলে। যা বিশ্বকাপে তাদের ঐতিহাসিক প্রথম জয়। শুধু তাই নয়, এই ম্যাচে ইতিহাস গড়েছেন মরোক্কান ডিফেন্ডার নুহাইলা বেনজিনাও। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে হিজাব পরে এদিন মাঠে নামেন তিনি। জার্মানির বিপক্ষের ম্যাচে তিনি সুযোগ পাননি দলে। কিন্তু আজ নিজেদের দ্বিতীয় ম্যাচেই সুযোগ মেলে ২৫ বছর বয়সী এই ডিফেন্ডারের। আর এই ম্যাচে হিজাব পরে খেলে নতুন এক ইতিহাস গড়লেন তিনি। উল্লেখ্য, ফিফা ২০১৪ সালে বিশ্বকাপের মঞ্চে হিজাব পরে খেলার অনুমতি দেয়। সে অনুযায়ী বেনজিনার হিজাব পরে খেলায় কোনো আইনের ব্যাত্যায় ঘটেনি। অবশ্য বেনজিনা ছাড়া এর আগে কেউ কখনো বিশ্বকাপে হিজাব পরে খেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top