সোনামসজিদ স্থলবন্দরে সরকারি জমি উদ্ধার

শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় সরকারি জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় হরিরামপুর মৌজার সরকারি ১ নম্বর খতিয়ানভূক্ত ৭৭ ও ৭৮ নম্বর দাগের ১৭ শতক করে মোট ৩৪ শতক জমি উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে পাথর রেখে ব্যবসা করে আসছিল। বিকেলে খবর পেয়ে অভিযান চালিয়ে সরকারি ১ নম্বর খাস খতিয়ানের ৩৪ শতক জমি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। পরে সম্পত্তির মালিক সরকারের পক্ষে জেলা প্রশাসক সম্বলিত সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়। শিবগঞ্জ থানা পুলিশ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং উপজেলা ভূমি অফিসের স্টাফ অভিযানে সহায়তা করেন। জনস্বার্থে রাষ্ট্রীয় সম্পত্তি উদ্ধারে পরিচালিত অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামুল হক রানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top