সর্বাধিক হল পেয়ে রাজকুমার’র রাজত্ব

শাকিব খানের সিনেমা মানেই ধামাকা। প্রতিবছর ঈদে শাকিব খানের সিনেমার রাজত্ব করতে দেখা যায়। এবারো শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমাটি দেশের সর্বাধিক সংখ্যক প্রেক্ষাগৃহে রাজত্ব করবে। একটি সূত্র জানান, দেশের ১০-১৫টি প্রেক্ষাগৃহ বাদে প্রায় সব সিনেমা হলে চলবে শাকিব খানের ‘রাজকুমার’। তা ছাড়া একইসঙ্গে দেশের বাইরেও মুক্তি পাবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে এরই মধ্যে সিনেমার ‘রাজকুমার’, ‘বরবাদ’ ও ‘আমি একাই রাজকুমার’ শিরোনামের গান মুক্তি পেয়েছে। গানগুলো দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পর প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার ও প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘সিনেমাটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা আপ্লুত হয়ে পড়েন।’ ‘গত ৪ এপ্রিল ‘রাজকুমার’ সিনেমার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলাম। সেন্সর বোর্ড থেকে সিনেমা দেখে অনেক প্রশংসা করেছেন। একজন সদস্য আমাকে কল দিয়ে বলেছেন, সিনেমা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। কি সিনেমা বানিয়েছ! এমন সিনেমা বাংলাদেশে আগে দেখা যায়নি। সবাই প্রশংসা করেছেন।’ বলেন আরশাদ আদনান। ঈদে কতগুলো প্রেক্ষাগৃহে সিনেমাটি চলবে, সেই প্রশ্নের উত্তরে আরশাদ আদনান বলেন, ‘বড় বড় সব হলগুলো আমরা আগেই বুকিং করে ফেলেছি। আমাদের বড় সিনেমা, ভালো দামে বুকিং করব এটাই স্বাভাবিক। আমরা ভালো দামে সিনেমাটি মুক্তি দিতে পারছি। এ রকম দামে বাংলাদেশের কোনো সিনেমা আগে বুকিং হয়নি। বেছে বেছে ভালো হলগুলোতে সিনেমা দিচ্ছি।’ ঈদ উপলক্ষে মুক্তির মিছিলে রয়েছে প্রায় এক ডজন সিনেমা। তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’। সিনেমাটিতে শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি দেশজুড়ে সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা যায়। ‘রাজকুমার’ কেবল বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হবে। দেশের পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সিনেমাটির শুটিং হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top