শিবগঞ্জে পিকআপ-মালামালসহ ২ প্রতারক আটক

শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে চাঁদপুর থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় একটি পিকআপ ও ৪ হাজার ৮৪০ কেজি আমসত্ব উদ্ধার করা হয়। আটকরা হলÑ চাঁদপুরের শাহরাস্তি থানার ইছাপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে কামরুজ্জামান ওরফে কেনু ও জাহেদ আহাম্মদ। পুলিশ জানায়, কানসাট এলাকার মেসার্স আরিফা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আরিফুল ইসলাম গত আগস্ট মাসে ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে ভাড়াকৃত একটি ট্রাকের অজ্ঞাতনামা চালক ও সহকারীর নিকট ১১৬টি বস্তায় ৬ হাজার ১০০ কেজি আমসত্ব কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকায় পৌঁছে দেবার জন্য চালান মোতাবেক বুঝিয়ে দেয়। পরদিন সন্ধ্যা পর্যন্ত আমসত্ব ভর্তি ট্রাকটি গন্তব্যে না পৌঁছালে আমসত্বের মালিক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনায় আরিফুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার পর জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকারের সার্বিক তত্ত্বাবধানে শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল দ্রুততম সময়ের মধ্যে সংঘবদ্ধ প্রতারক চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয়। ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট চাঁদপুরের শাহরাস্তি থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত সহোদর দুই ভাই কেনু ও জাহিদকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করে তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top