শিবগঞ্জে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোবারকপুর উচ্চ বিদ্যালয় ও চাতরা ইসলামিক কালচারাল ইনস্টিটিউট মাদ্রাসার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩ তলা ভিতবিশিষ্ট ২য় ও ৩য় তলা নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে এই নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।
উদ্বাধনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার শিক্ষা ব্যবস্থাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে জোর দিয়েছেন। শিক্ষার পরিবেশ সুন্দর রাখার জন্য সরকার প্রতিটি শিক্ষা অঙ্গনে দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণ করে দিচ্ছে। ভবনগুলোয় সকল আধুনিক সুযোগ-সুবিধা থাকছে। ফলে শিক্ষার্থীরা সুন্দর ও মনোরম পরিবেশে জ্ঞান অর্জন করতে পারছে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন শিক্ষাবন্ধব, সরকার যেমন শিক্ষাবান্ধব তেমনি শিবগঞ্জ উপজেলাও শিক্ষাবান্ধব উপজেলা। এ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী সন্তানরা সরকারের বিভিন্ন উচ্চপদে কর্মরত থেকে দেশের উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। এটা আমাদের উপজেলার জন্য গর্বের বিষয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার সহসভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম আজমল হক বাদশা, প্রধান শিক্ষক কামরুজ্জামান ও অধ্যক্ষ আবদুস শুকুরসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান জানান, মোবারকপুর উচ্চ বিদ্যালয়ে ৩ তলা ভিতের ওপর ৩ তলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৯৭ লাখ টাকা। অপরদিকে চাতরা ইসলামিক কালচারাল ইনস্টিটিউট মাদ্রাসায় ৪ তলা ভিতের ওপর ৩ তলা ভবন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ১ কোটি ৪৫ লাখ টাকা। তিনি বলেনÑ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সকল প্রকার নিয়ম মেনে গুণগত মান বাজায় রেখে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভবনগুলো নির্মাণ করা হয়েছে এবং হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top