লোকসভা নির্বাচন: ভারতে তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে

ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোট উৎসব চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম দফায় শতাধিক আসনে ভোটগ্রহণের পর দ্বিতীয় দফায় ভোট হয়েছিল ৮৮টি আসনে। তৃতীয় দফায় ভারতজুড়ে ১১টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, লোকসভার ৯৩ আসনে প্রার্থী নির্বাচনে এ দফায় ভোট দিয়েছেন ভোটাররা। এর মধ্যে নরেন্দ্র মোদিও রয়েছে। তিনি গুজরাটের আহমেদাবাদের ভোটার। সকাল সাড়ে ৭টার একটু পরই ভোট কেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রনিপের নিশান উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে ভোট দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top