র‌্যাবের অভিযানে ভোলাহাটে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁপাইনাববগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৮১ বোতল ফেনসিডিলসহ মো. নুর আলম নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার নূর আলম ভোলাহাট উপজেলার মিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। গতকাল বুধবার সকাল ৯টায় তাকে গ্রেপ্তার করা হয়। এদিন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বিষয়টি জানায়। র‌্যাব আরো জানায়, মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করার খবর পেয়ে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার সকালে নুর আলমের বাড়িতে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে কিন্তু র‌্যাবের সদস্যরা ধাওয়া দিয়ে আটক করে। আটকের পর একটি গম ক্ষেতের মধ্যে গাছের ডালপালা দিয়ে ঢাকা অবস্থায় ৬৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব আরো জানায়, গ্রেপ্তার হওয়া নুর আলমের নামে আগে ১টি হত্যা মামলা, ১টি ডাকাতি মামলা, ১টি মারামারি মামলা এবং ১টি বিস্ফোরক মামলা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top