মাইলফলকের ম্যাচে হিরো, আরও ৫০০ ম্যাচ খেলতে চান নারিন!

টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বলা যায় তাকে। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে দারুণ কদর সুনিল নারিনের। দেখতে দেখতে টি-টোয়েন্টিতে ৫০০ ম্যাচের মাইলফলকে নাম লিখিয়ে ফেললেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট মিলিয়ে এই অনন্য মাইলফলকে পৌঁছেছেন নারিন। শুক্রবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ক্যারিয়ারের ৫০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন এই অলরাউন্ডার। মাইলফলকের ম্যাচে আবার হিরো এই নারিনই। ব্যাটে-বলে দাপট দেখিয়ে দলকে জিতিয়েছেন। বোলিংটা তেমন ভালো না হলেও (৪০ রানে ১ উইকেট) ব্যাটিংয়ে ২২ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে কলকাতা নাইট রাইডার্সের জয়ের নায়ক ছিলেন তিনি। টি-টোয়েন্টিতে ৫০০তম ম্যাচ খেলার পর নারিন বলেন, ‘এটা একটা চমৎকার মাইলফলক। আশা করি আরও ৫০০ যোগ হবে। এভাবে পারফর্ম করতে পেরে দারুণ লাগছে। একটা স্বস্তি বোধ করছি। ব্যাটিংয়ে যেভাবে সাফল্য পেয়েছি, তাতে আমার আত্মবিশ্বাস বেড়েছে। টিমের সাপোর্ট স্টাফরাও প্রচুর সমর্থন করেছে। সকলে উৎসাহ দিয়েছে। আমি তাই কঠোর পরিশ্রম করেছি, আর তাতেই সাফল্য।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top