ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই বলেছেন আইজিপি

দ্বাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচন নিয়ে আমরা কোনো শঙ্কা অনুভব করছি না। পুলিশ বাহিনীর পাশাপাশি র‌্যাব, আনসার নির্বাচনের দায়িত্বে থাকবে। বিজিবি টহল দিবে এবং ম্যাজিস্ট্রেটরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। সেই সাথে অন্য স্টেকহোল্ডাররাও একযোগে কাজ করছে। দেশের সব জায়গায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মানুষ নির্বাচনমুখী হয়ে কাজ করে যাচ্ছে। আজ সকালে রংপুর পুলিশ অফিসার্স মেসে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। পুলিশ মহাপরিদর্শক বলেন, প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য দেশে নাশকতা কমে এসেছে। এছাড়া নাশকতার প্রতিটি ঘটনা উৎঘাটিত হয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠের ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top