নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা গুনতে হচ্ছে রোনালদোকে

সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচের দিনে স্টেডিয়ামে সমর্থকদের দেখিয়ে অশ্লিল অঙ্গভঙ্গি করেন পর্তুগিজ তারকা। যে কারণে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন তিনি।সৌদি ফুটবল ফেডারেশনের এই রায়ের বিরুদ্ধে আপিলও করতে পারবেন না এই তারকা। খেলতে পারবেন না আজ আল নাসরের ম্যাচে।   আল শাবাব এফসি স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ক্লাবটির সমর্থকরা লম্বা সময় ধরে রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি মেসি’ স্লোগান দিতে থাকে। এরই জের ধরে স্টেডিয়াম সীমানার কাছে এসে একরকম অশ্লিল অঙ্গভঙ্গি করেন পর্তুগিজ তারকা।  এই ঘটনার পর সৌদি আরবের ফুটবল ফেডারেশন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। বিষয়টি সত্যি হওয়ায় বুধবার ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি রোনালদোকে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞার কথা জানায়। এর পাশাপাশি ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানাও দিতে হবে তাকে। মধ্যে ১০ হাজার রিয়াল দিতে হবে সৌদি ফুটবল ফেডারেশনকে। আর অভিযোগ প্রস্তুতকরণ খরচবাবদ আল শাবাবকে ২০ হাজার রিয়াল। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই বলে জানিয়েছে কমিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top