নাচোলে মিথ্যা পরিচয়ে ব্যাংক ম্যানেজারকে চাপ দিয়ে ঋণ নেবার চেষ্টা, ২ প্রতারক গ্রেপ্তার

নাচোল উপজেলায় নিজেকে সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) ডাইরেক্টর হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নাচোল বাজার শাখা শ্যানেজারকে চাপ দিয়ে ১০ লক্ষ টাকা ঋণ নেবার চেষ্টার অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১১ টার দিকে ব্যাংকে গিয়ে ম্যানেজার আলমগীর হোসেনকে মিথ্যা পরিচয়ের প্রভাবে ঋণ অনুমোদনের জন্য চাপ দেন সিরাজুল। এ সময় ম্যানেজারের সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ব্যাংকে গিয়ে সিরাজুলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের মিথ্যা পরিচয়ের বিষয়টি স্বীকার করেন। এসময় তাকে আটক করা হয়। সিরাজুল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নামোশংকরবাটী মহল্লার এনামুল হকের ছেলে। একই সময় সিরাজুলের সহযোগী হিসেবে আটক হয় নাচোলের উত্তর মল্লিকপুর গ্রামের খলিল উদ্দিন মন্ডলের ছেলে রফিকুল ইসলাম।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় সরকারি কর্মকর্তার মিথ্যা পরিচয় প্রদান ও চাপ দিয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top