চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে এই মেলার উদ্বাধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও সরকারের উপসচিব দেবেন্দ্রনাথ উরাও। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন বলেন, এই মেলাগুলো দেশের বিভিন্ন এলাকার নারী-পুরুষ উদ্যোক্তাদের সৃজনশীল কাজের পরিচিতি প্রকাশ করে। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান, বিসিক জেলা কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক আবু হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদসহ অন্যরা।
মেলায় নারীসহ ৫০ জন উদ্যোক্তা ৫০টি স্টলে পণ্য প্রদর্শণ ও বিক্রি করছে। ষ্টলগুলির মধ্যে রয়েছে বিভিন্ন উপকরণের হস্তশিল্প ও কুটির শিল্পের ষ্টল। মেলায় বিভিন্ন জেলার উদ্যেক্তারা বাটিক, ব্লক, প্রসাধনি সামগ্রী, রেডিমেড পোষাক, কাপড়, শুকনো প্রক্রিয়াজাত খাবার, রেডি খাবার, নকশী কাঁথা, ক্রোকারিজ, কাঠের গহণা, আসবাবপত্র, ক্যালিওগ্রাফি ও পেইন্টিংস প্রভৃতি ষ্টল সাজিয়ে নিয়ে বসেছেন। প্রতিদিন সন্ধ্যায় মঞ্চে জেলা শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবশেন করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top