চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জ শহর ও সদর উপজেলায় র‌্যাবের দুটি পৃথক অভিযানে মাদক ব্যবসা ও সেবনের অপরাধে ৫ জন গ্রেপ্তার হয়েছে। জব্দ হয়েছে ৩২৭ বোতল ফেনসিডিল ও গাঁজা। এর মধ্যে ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছে-সদর উপজেলার মহারাজপুর টিকরা গ্রামের খাইরুল ইসলামের ছেলে বাসিরুল হক। মাদক সেবন ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার হয়েছে চাঁপাইনবাবগঞ্জ শহরের জিয়ানগর মহল্লার মৃত রফিকের ছেলে বিপ্লব আলী, প্রান্তিকপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে শুভ আলী, পিটিআই মোড়ের ইসরাফিলের ছেলে কবির উদ্দিন ও একই এলাকার রফিক আহমেদের ছেলে মমিন আহমেদ। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে মহারাজপুরের চৌধুরীটোলা গ্রামে অভিযানে ৩২৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয় বাসিরুল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফেনসিডিলসহ অটোরিক্সায় যাওয়ার সময় পথে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে র‌্যাব ক্যাম্পের অপর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় এলাকায় মাদকসেবন ও বিক্রির অভিযোগে বিপ্লব, শুভ, কবির ও মমিনকে গাঁজা ও মাদকসেবন উপকরণসহ গ্রেপ্তার করা হয়। উভয় ঘটনায় সদর থানায় পৃথক মামলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top