চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। জেলা প্রশাসন আয়োজিত সভায় নববর্ষে করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)আহমেদ মাহবুব-উল-ইসলাম। বক্তব্য দেন, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শহিদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, জেলা সুপার শরিফুল ইসলাম, বিসিক জেলা কার্যালয়ের সহকারি মহা-ব্যবস্থাপক আবু হোসেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী ব্যবস্থাপক ও রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিমসহ অন্যরা। সভায় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক উম্মে কুলসুম, তথ্য অফিসার আব্দুল আহাদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন, ফয়াার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারি পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, জেলা কারাগারের জেলার হাবিবুর রহমান, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেয়। সভায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানটি গেয়ে, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, গ্রামীন মেলাসহ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ যথাযথভাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জানানো হয়, ১লা বৈশাখ সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হবে। একই স্থানে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভা, কুইজ প্রতিযাগিতা, গ্রামীন বিভিন্ন নাটক প্রচারণা, সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, সকল ইউনিয়ন পরিষদে নববর্ষ উদযাপন, জেলা কারাগারে বিশেষ গ্রামীন খাবার পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, সংবাদ পত্রে বিশেষ লেখা প্রকাশ, সকল মসজিদ, মন্দির, গির্জা প্যাগোডায় আলোচনাসহ সকল উপজেলায় একইভাবে বাংলা নববর্ষ উদযাপন করাসহ আড়ম্বরপূর্ণভাবে বাংলা নববর্ষ ১৪৩১ পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আড়ম্বরপূর্ণভাবে বাংলা নববর্ষ ১৪৩১ পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top