চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী এলাকায় জেসি এমপির শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। হালকা বাতাসের সঙ্গে কনকনে শীতের মধ্যে কাজে বেরিয়ে চরম দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ। কনকনে ঠাণ্ডায় হিম হয়ে আসছে হাত-পা। বিশেষ করে যারা বোরো আবাদের জন্য জমি তৈরি করছেন, তারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। তীব্র শীত উপেক্ষা করেই তাদেরকে জমি তৈরি করতে হচ্ছে। অন্যদিকে শহর কিংবা গ্রামে চালকসহ যাত্রীরা ঢাকনাবিহীন অটোরিকশায় চড়ে বাতাসের কবলে পড়ে আরো কাবু হয়ে পড়ছেন।
এমন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার আদিবাসী অধ্যুষিত কার্তিকপুর বাসু গ্রামের ২০০ দুস্থ পরিবারকে শীতবস্ত্র হিসেবে ২০০পিস চাদর প্রদান করা হয়েছে। মরহুম আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের পরিবারের পক্ষ থেকে চাদরগুলো প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেনÑ মরহুমের বড় মেয়ে ফেরদৌসী ইসলাম জেসী এমপি, জামাতা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিটের অবসরপ্রাপ্ত পরিচালক ড. মো. সাইফুল ইসলাম, মরহুমের ছোট ছেলে ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহুল জাকেরসহ অন্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top