চাঁপাইনবাবগঞ্জে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে আইন প্রয়োগকারী সদস্যদের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট- এসিডির আয়োজনে জেলা পুলিশ লাইন্সের নারী পুলিশ ব্যারাক সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এবং প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের সামনে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কাঙ্খিত প্রত্যাশা তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী এস.এম আহসান উল্লাহ সরকার। প্রশিক্ষণ পর্বে বিভিন্ন সেশন পরিচালনা করেন পুলিশ পরিদর্শক বজলার রহমান, মাছুমা মুস্তারী ও ওবায়দুল হক। এতে যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার প্রক্রিয়া এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি প্রক্রিয়াগুলো অংশগ্রহণমূলক আলোচনা করা হয়। প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি থানার নারী ও শিশু বিষয়ক হেল্পডেক্সে কর্মরত অফিসারগণসহ ২৫ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন। উল্লেখ্য, অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে আইন প্রয়োগকারী সদস্যদের অংশগ্রহণে প্রশিক্ষণটি ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্ল নেদারল্যান্ডস’র সহযোগিতায় ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ (স্টেপিং আপ দ্য ফাইট অ্যাগেইনস্ট চাইল্ড সেক্সুয়াল অ্যাক্সপ্লয়টেশন) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top