চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র কারবারির যাবজ্জীবন ও ৭ বছর কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে ১টি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি পিস্তলের ম্যাগজিন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে অস্ত্র আইনে দায়ের একটি মামলায় নাদিম আলী নামে এক যুবককে যাবজ্জীবন এবং একই মামলার পৃথক আরেকটি ধারায় ৭ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন স্পেশাল ট্রাইবুনাল। আদেশে উল্লেখ করা হয়, এক ধারায় প্রদত্ত সাজা কার্যকরের পর অপর ধারায় প্রদত্ত সাজা ভোগ করতে হবে। আজ দুপুর সোয়া ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক আদীব আলী আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত নাদিম ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর তিলোকি গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্র এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, ২০২১ সালের ২৮ আগষ্ট সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব ক্যাম্পের একটি দল। অভিযানে নাদিমের দেহ তল্লাশী করে ১টি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন পাওয়া গেলে তাকে হাতেনাতে আটক করা হয়। এঘটনায় পরদিন নাদিমকে একমাত্র আসামী করে শিবগঞ্জ থানায় মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুন্নবী নাদিমকে একমাত্র অভিযুক্ত করে মামলার চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল নাদিমকে দোষি সাব্যস্ত করে রায় ঘোষণা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top