গাজায় ৪৭ মসজিদ ও ৭ গির্জা ধ্বংস করেছে ইসরায়েল

অবরুদ্ধ গাজায় ৪৭টি মসজিদ ও ৭টি গির্জা ধ্বংস করেছে ইসরায়েল। গাজা সরকারের বরাত দিয়ে আজ আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে গাজার সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বিমান ও রকেট হামলায় ৪৭টি মসজিদ ও ৭টি গির্জা ধ্বংস হয়েছে। ২০৩টি স্কুল এবং ৮০টি সরকারি অফিসও ধ্বংস করেছে ইসরায়েল। অফিসের পরিচালক সালামা মারুফ জানিয়েছেন, অবিরাম বোমা হামলার কারণে গাজায় ২ লাখ ২০ হাজার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩২ হাজার ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। গাজা সরকারের মিডিয়া অফিস আরও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী একটি অর্থোডক্স সাংস্কৃতিক কেন্দ্র এবং দেড় হাজারের বেশি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থান একটি স্কুলে বোমা হামলার হুমকি দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top