কুয়েতে সাধারণ ক্ষমা, আউট পাস নিলেন ১৪০০ বাংলাদেশি

কুয়েতে প্রায় ২৮ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জন সাধারণ ক্ষমার সুবিধা গ্রহণ করেছেন বা আউট পাস নিয়েছেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস থেকে। গতকাল এ তথ্য জানিয়েছেন কুয়েতের মিসিলায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) আবুল হোসেন। তিনি আরও জানান, প্রায় সাড়ে ৬শ নার্স গত দেড় বছরে কুয়েতে এসেছেন। কুয়েতে সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় কোনো জেল-জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন অবৈধ অভিবাসীরা। সাধারণ ক্ষমার সময়সীমা জানানো হয় ‘তিন মাস’ ১৭ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত। সাধারণ ক্ষমা দেয়ার কারণ হিসেবে জানানো হয়, রমজান মাস, কুয়েতের আমির শেখ মিশাল আল-সাবাহ এর শাসনভার গ্রহণ এবং রাষ্ট্রের সব স্তরে মানবিক ভূমিকা সুসংহত করার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top