কাজাখস্তানে হোস্টেলে অগ্নিকান্ডে নিহত ১৩

কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাটির এক হোস্টেলে আজ ভোরে ভয়াবহ আগুনে ১৩ জন মারা গেছে। শহরের জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, আলমাতি পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে নয়জন কাজাখস্তানের নাগরিক। বাকি ৪ জনের মধ্যে ২জন রাশিয়ার ও ২জন উজবেকিস্তানের নাগরিক। জরুরি বিভাগ জানিয়েছে, আজ ভোরে ৩ তলা ওই ভবনে আগুন লাগে। সেই সময় হোস্টেলের গ্রাউন্ড ও বেসমেন্ট লেভেলে ৭২ জন অতিথি ছিলেন। কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় ১৩ জন মারা গেছেন। বাকি ৫৯ জন ভবনটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top