এখনও পুরোপুরি সচল হয়নি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় অচল হয়ে যাওয়া দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এখনও পুরোপুরি সচল হয়নি। শুক্রবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার প্রবল বৃষ্টিপাত হয। গত ৭৫ বছরের মধ্যে দেশটিতে এই পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয়নি। একইসময় ওমানে ঝড় ও বৃষ্টিতে অন্তত ২০ জনের মৃত্যু হয়। বৃষ্টির কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পানি জমে যায় এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায়। রয়টার্স জানিয়েছে, ঝড়ের তিন দিন পরেও বিশ্বের অন্যতম ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি চালু করা যায়নি। দুবাইয়ে যারা ট্রানজিট করার পরিকল্পনা করছেন তা সাময়িকভাবে বাতিলের অনুরোধ জানিয়েছে আমিরাতের ফ্ল্যাগশিপ ক্যারিয়ার এমিরেটস। বিমানের ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার টুয়েন্টিফোরের তথ্য অনুসারে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুবাই থেকে এক হাজার ৪৭৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আবুধাবির সাথে দুবাইয়ের সংযোগকারী প্রধান সড়ক শুক্রবার আংশিকভাবে বন্ধ ছিল। বিকল্প রুটেও যানবাহনগুলোকে জমে থাকা পানির মধ্যে চলাচল করতে দেখা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top