আমিরাত-তুরস্কের অর্থনৈতিক চুক্তিতে ১ লাখ কর্মসংস্থান

আঙ্কারায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে তুরস্কের সঙ্গে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হবে। সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্রদূতের মতে, ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি তুরস্কে ১ লাখ কর্মসংস্থান তৈরি করবে। রাষ্ট্রদূত সাইদ থানি হারেব আল দাহেরি আঙ্কারায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে গণমাধ্যমে বলেন, ‘এই চুক্তিটি মোট ১ লাখ ২৫ হাজার জনকে নিয়োগ দেবে। যার মধ্যে ১ লাখ তুর্কি এবং ২৫ হাজার আমিরাতি। চুক্তিটি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে৷ ’  দেশদুটোর মধ্যে তেল-বহির্ভূত বাণিজ্যের পরিমাণ বাড়ানোর ভিত্তি স্থাপনের জন্য ৩ মার্চ আবুধাবিতে তুর্কি-ইউএই সর্বাঙ্গীন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সংযুক্ত আরব আমিরাত সফর প্রসঙ্গে তিনি বলেন, তার সফরের সময় স্বাক্ষরিত চুক্তিগুলোর মূল লক্ষ্য দুই দেশের মধ্যে ৫০.৭ বিলিয়ন ডলার বিনিয়োগ অর্জন করা। আমিরাতের রাষ্ট্রদূত বলেন, ২০২০ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৯.৮ বিলিয়ন। এখন সেটা ১৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বেসরকারি কোম্পানি ও মন্ত্রণালয় পর্যায়ে চলমান যোগাযোগ জোরদার করার লক্ষ্যে সাম্প্রতিক চুক্তিগুলো বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে আশা প্রকাশ করে তিনি বলেন, আগামী পাঁচ বছরে আরও ভালো উন্নয়ন ঘটবে। তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মধ্যে উইন-উইন প্রকল্প থাকবে যা উভয় দেশকে উপকৃত করবে। শুধু বিনিয়োগ ও অর্থনীতির ক্ষেত্রেই নয়, সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও দেশদুটির মধ্যে শক্তিশালী সম্পর্কের ওপর জোর দেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, একই ধর্ম এবং একই ধরনের রীতিনীতি ও ঐতিহ্য এই দেশগুলোকে আরও ঘনিষ্ঠ করে তোলে। সংযুক্ত আরব আমিরাত সফরের সময় এরদোয়ান বলেছিলেন, আঙ্কারা এবং আবুধাবি ৫০.৭ বিলিয়ন ডলারের মোট ১৩টি চুক্তি স্বাক্ষর করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top