শিবগঞ্জে প্রণোদনার সার-বীজ দেয়া হলো কৃষকদের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১০ হাজার ৬৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এতে সূচনা বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান, আবদুল্লাহ আল আজাদী ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা।
অনুষ্ঠানে ২ হাজার ৮০০ কৃষকের প্রত্যেককে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার; ১ হাজার ১৫০ কৃষকের প্রত্যেককে ২ কেজি ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার; ৪ হাজার ৭৫০ কৃষকের প্রত্যেককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার; ১৫০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার; ১৬০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ১১০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুর ডাল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১ হাজার ৫২০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি খেসারি, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়।

Scroll to Top