নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে গবাদিপশু বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনাসাধরণের মধ্যে গবাদিপশু বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষক (নাচোলে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) কর্মকর্তা ডা. শফিকুল আলম জানান, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ৯০ জন সুবিধাভোগীর মধ্যে গবাদিপশু বিতরণ করা হচ্ছে। প্রথম ধাপে ৪০ জনের মধ্যে হৃষ্টপুষ্ট গরু বিতরণ করা হয়।
এসময় জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষক ডা. শফিকুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আশিকুর রহমান, মাঠকর্মী নারায়ণ বর্মনসহ হাসপাতালের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সুবিধাভোগীদের মধ্যে সম্পূরক উপকরণ বিতরণ করা হয়েছে বলে বিতরণ অনুষ্ঠানে জানানো হয়।

Scroll to Top