চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস; দরিদ্র পরবিারের মাঝে ঈদসামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের রহনপুর ব্যাটালিয়নের (৫৯বিজিবি) আয়োজনে মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মাদকদ্রব্য ধ্বংসের পর দরিদ্রদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আজ বিকেলে সদর উপজেলার গোবরাতলা এলাকায় ব্যাটালিয়ন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র রংপুর রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দাকার শফিকুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ৫৯’বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। আরও বক্তব্য দেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার ইমরান ইবনে রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। বক্তরা মাদকের ভয়াবহতা ও সীমান্তপথে মাদক অনুপ্রবেশ রোধে বিজিবি’র তৎপরতা তুলে ধরেন।
অনুষ্ঠানে জানানো হয়, ৫৯ বিজিবি কর্তৃক ২০২৩ সালের ১ মার্চ হতে এ পর্যন্ত ১১৩জন আসামীসহ ৬৩ কোটি টাকার চোরাচালান দ্রব্য এবং মাদক আটক করা হয়েছে। ইতিমধ্যে শিবগঞ্জ ও ভোলাহাট থানায় আদালতের আদেশে জব্দ মাদকের একটি অংশ ধ্বংস করা হয়েছে। অবশিষ্ট মাদক ধ্বংসের জন্য এই অনুষ্ঠান আয়োজন করা হয়। জব্দ ও ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল, বিদেশী মদ, হেরোইন, ইয়াবা, নেশাজাতীয় ইনজেকশন, ভারতীয় বিড়ির মসলা ইত্যাদি। মাদক ধ্বংস শেষে ১৫০টি স্থানীয় অসহায় পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

Scroll to Top