চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল আই’র ২৫তম জন্মদিন পালন

‘২৫-এ উচ্ছ্বাস-লাল সবুজে বিশ্বাস’ এ স্লোগানে দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’র ২৫তম জন্মদিন চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে ‘আমার চ্যানেল আই দর্শক ফোরাম’ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে জন্মদিনের কেক কাটেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ, জেলা তথ্য অফিসার মো. ওয়াহিদুজ্জামান।
‘আমার চ্যানেল আই দর্শক ফোরাম’ জেলা শাখার সহসভাপতি কবি মো. এনামুল হক তুফানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আরো বক্তব্য দেন- নবাবগঞ্জ সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোস্তাক হোসেন, আমার চ্যানেল আই দর্শক ফোরামের সদস্য আলহাজ শামসুল হকসহ অন্যরা। সূচনা বক্তব্য দেন চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা স্কাউটের একটি দল ও গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের একটি ব্যান্ডদল অংশ নেয়।
অনুষ্ঠানে ‘আমার চ্যানেল আই দর্শক ফোরাম’ জেলা শাখার সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না অসুস্থ থাকায় সুস্থতা কামনা করা হয়।
চ্যানেল আই’র জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান, জেলার আম ও অন্যান্য ফলের পরিচর্যায় ‘ফুট প্রটেক্টিং পেপার ব্যাগ’ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবীর, জেলা স্বাধীন প্রেস ক্লাব, মনামিনা কৃষি খামার।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, দৈনিক গৌড় বাংলা’র ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, জেলা স্বাধীন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মরশালিন হক, নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি আলেক উদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজা বাবু, চাঁপাই প্রেস ক্লাবের সভাপতি মো. আকতারুজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে মনামিনা কৃষি খামারের সহায়তায় উপস্থিত সকলের মাঝে মাল্টা গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম আবীর।

Scroll to Top