গোমস্তাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘রহনপুর কোরআনের আলো’ নামক একটি সংগঠনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার দিনব্যাপী উত্তর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক আব্দুস সাত্তার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেনÑ সংগঠনের আহ্বায়ক নেশ মোহাম্মদ মন্টুসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার মোহতারিম, ইমাম, শিক্ষক।
বিচারকের দায়িত্বে ছিলেনÑ রাজশাহী জেলার হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের সেক্রেটারি হাফেজ মাওলানা ইয়াসিন আলী, সাংগঠনিক সেক্রেটারি হাফেজ মাওলানা হাসান মামুন ও হাফেজ ক্বারী মাওলানা মো. বাইরুল ইসলাম।
প্রতিযোগিতায় ২৭টি মাদরাসার ৬০ জন হিফজ বিভাগের শিক্ষার্থী বাছাই পর্বে অংশগ্রহণ করেন। তিনটি গ্রুপের মোট ১৫ জন প্রতিযোগীকে বিজয়ী করা হয়। পরে গ্রুপের সেরা পাঁচজনকে নির্বাচিত করা হয়।

Scroll to Top