কিভাবে রেডিও মহানন্দা শুনবেন?

এফএম আছে এমন রেডিও’তে রেডিও মহানন্দা শুনতে পাবেন। এ ক্ষেত্রে রেডিও’র এফএম বোতাম নির্বাচন করে ৯৮.৮ MHz (মেগাহার্টজ) টিউন করতে হবে। এছাড়াও আপনার মোবাইল মেনুর – মাল্টিমিডিয়া/মিডিয়া অপশনে গিয়ে এফএম রেডিও শুনতে পাবেন। আপনার মোবাইলে এফএম রেডিও অপশনটি থাকলে তখন আপনাকে এয়ার ফোন/ হেড ফোনটি মোবাইল সেটে লাগাতে হবে। এর পর ৯৮.৮ MHz (মেগাহার্জ) টিউন করে রেডিও শুনতে হবে। মনে রাখবেন, অধিকাংশ মোবাইলে এয়ার ফোন/ হেড ফোন ছাড়া এফএম রেডিও শুনা যায় না এবং মোবাইলে এভাবে রেডিও শুনার জন্য কোন পয়সা খরচ হয় না। আপনার রেডিও সেটে এফএম শো শো করলে বা পরিস্কার শুনা না গেলে – তার দিয়ে এন্টিনা তৈরী করে রেডিও টিউন করার চেষ্টা করুন, রেডিও ভাল শুনতে পাবেন। ‘রেডিও মহানন্দা’ চাঁপাই-পলশা,  গোবরাতলা, চাঁপাইনবাবগঞ্জকে কেন্দ্র করে ১৭ কি.মি. ব্যাসার্ধ এলাকায় ৯৮.৮ এফএম ব্যান্ডে বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত শুনতে পাবেন। এছাড়াও ইন্টারনেটে রেডিও মহানন্দা শুনতে পাবেন। এজন্য Flash Player সফট্ওয়্যারটি সেট আপ করে নিন।

www.radiomahananda.fm এই ওয়েব সা্ইটে প্রবেশ করলেই ইন্টারনেটে রেডিও মহানন্দা শুনতে পাবেন। ইন্টারনেটে রেডিও মহানন্দা ২৪ ঘন্টা শুনতে পাবেন।

Scroll to Top