মেঘবাতাস

বুধবার :: ২৪.০১.২০১৮

আগামী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে ফরিদপুর, গোপালগঞ্জ,সাতক্ষীরা, যশোর এবং চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রংপুর বিভাগের উত্তারাংশে দু’এক জায়গায় গুড়ি-গুড়ি বৃষ্টি হতে পারে। অন্যদিকে মধ্যরাত হতে সকাল পর্যন্ত দেশের পশ্চিমাঞ্চল এবং নদী অববাহিকার কোথাও-কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আজ চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্য উঠেছে ভোর ৬ টা ৫১ মিনিটে এবং অস্ত গেছে সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৬ টা ৫১ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে।

Check Also

জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু

১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …