বখাটের হাতে নিহত কনিকার সহপাঠী মরিয়ম আক্তারকে পুর্নবাসনের আওতায় সেলাই মেশিন প্রদান

বৃহস্পতিবার :: ২৬.১০.২০১৭

 

২০১৬ সালের ২৭ মে চাঁপাই মহিপুরে বখাটের হাতে নিহত কনিকার সহপাঠী আহত মরিয়ম আক্তারকে পুর্নবাসনের জন্য ব্র্যাকের-সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় সেলাই মেশিন ও কাপড় প্রদান করা হয়েছে। আজ সকালে জেলা শহরের প্রফেসর পাড়ায় অবস্থিত ব্র্যাকের আঞ্চলিক অফিসে মরিয়ম আক্তারের হাতে সেলাই মেশিন ও কিছু কাপড় তুলে দেন জেলা সহকারি কমিশনার নাজিবুল আলম। এসময় উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, ব্র্যাকের সিনিয়র জেলা ব্যবস্থাপক পঙ্গজ কুমার বিশ্বাস, জেলা প্রতিনিধি শাহানুর সুলতান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক মুসরেতারা, গোবরাতলা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের প্রতিনিধি গোলাম রাব্বানী, মরিয়মের বাবা-মাসহ অন্যন্যরা।

Check Also

জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু

১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …