শিবগঞ্জে ধর্ম মন্ত্রনালয়ের অনুদান তুলে দিলেন এস পি নুরুল ইসলাম

সোমবার::১৭:০৭:২০১৭
শিবগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসা, উপসানালয়ে ও ঈদগাহে আজ দুপুরে তার নিজ বাড়ি জালমাছমারী থেকে ধর্মমন্ত্রনালয়ের অনুদান তুলে দিলেন স্ব স্ব প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম, পিপিএম জানান, ৭৯ টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৪৩ টি জামে মসজিদ, ১২ টি মন্দির, ১৩ টি মাদ্রাসা এবং ১১ টি ঈদগাহে ধর্ম মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে আর্থিক অনুদান প্রদান করা হয়। তিনি আরও জানান, ধর্ম মন্ত্রনালয় বিভিন্ন সময় বিভিন্ন জেলায় অনুদান দিয়ে থাকে এটি তিনি জানার পর নিজ এলাকার জন্য কিছু করার এটি ইচ্ছার প্রতিফলন মাত্র। শিবগঞ্জের উন্নয়নে ভবিষ্যতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং এর জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

Check Also

জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু

১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …