প্রতিটি বিভাগে বিশেষায়িত মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে বলেছেন প্রধানমন্ত্রী।

বুধবার ঃঃ ২২.০৩.২০১৭
প্রতিটি বিভাগে বিশেষায়িত মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা। এ ছাড়া জেলা পর্যায়ে সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় করা হবে বলেও জানান তিনি। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ২০১৩-১৪ সালের ২৩৩ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়। এসময় দেশের শিক্ষক সমাজের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, জাতিকে গড়ে তোলার বিরাট দায়িত্ব শিক্ষকদের। নিজেদের জ্ঞান, বুদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে ছেলেমেয়েদের তৈরি করবেন বলে জানান প্রধানমন্ত্রী ।

Check Also

জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু

১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …