রেডিও মহানন্দা ৯৮.৮ এফ এম

প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কার্যক্রম ‘রেডিও মহানন্দা’এর যাত্রা ২০১০ সালের ২২ এপ্রিল থেকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়এর অনুমোদনের মাধ্যমে। প্রয়াসের উদ্যোগ ও সার্বিক সহায়তায় প্রতিষ্ঠিত ও পরিচালিত এবং চাঁপাইনবাবগঞ্জ এলাকার জনগণের অংশগ্রহণে চলমান স্থানীয় কমিউনিটিভিত্তিক ইলেকট্রনিক গণমাধ্যম ‘রেডিও মহানন্দা’ এতদঞ্চলের সর্বস্তরের মানুষের কল্যাণে নিবেদিত একটি নিয়মিত সক্রিয় সম্প্রচার কার্যক্রম।

সম্প্রচার এলাকা

চাঁপাই নবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলা যথাচাঁপাই নবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, নাচোল, রহনপুর ও ভোলাহাট, রাজশাহী জেলার গোদাগাড়ি ও তানোর এবং নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার অংশবিশেষসহ ৮টি উপজেলার ৪২টি ইউনিয়নের আকাশ পথে ১৭ কিলোমিটার ব্যাসার্ধে সম্প্রচার সংঘটিত হয়ে থাকে। এই পরিধিতে প্রায় ২০ লক্ষ মানুষের বসবাস।

কর্মসূচির লক্ষ্য

শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে চাঁপাই নবাবগঞ্জ ও তৎসংলগ্ন স্থানীয় জনগোষ্ঠীর গণমাধ্যমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির মাধ্যমে শহরগ্রামের বিভাজন দূর এবং অবাধ ও বস্তুনিষ্ঠ তথ্যে প্রবেশাধিকার সৃষ্টি করা।

সম্প্রচার এলাকা

চাঁপাই নবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলা যথাচাঁপাই নবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, নাচোল, রহনপুর ও ভোলাহাট, রাজশাহী জেলার গোদাগাড়ি ও তানোর এবং নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার অংশবিশেষসহ ৮টি উপজেলার ৪২টি ইউনিয়নের আকাশ পথে ২৫ কিলোমিটার ব্যাসার্ধে সম্প্রচার সংঘটিত হয়ে থাকে। এই পরিধিতে প্রায় ২০ লক্ষ মানুষের বসবাস।