চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আম গাছের জন্য ক্ষতিকর ভারতীয় কালটার বিষ উদ্ধার।

রবিবার::১৯.০২.২০১৭
শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্তে আম গাছের জন্য অত্যন্ত ক্ষতিকর বিপুল পরিমান ভারতীয় কালটার বিষ আটক করেছে বিজিবি। গতকাল রাতে শিয়ালমারা সীমান্ত ফাঁড়ির নায়েক আবুল বাশারের নেতৃত্ত্বে, একটি টহল দল ঐ এলাকায় অভিযান চালিয়ে এই বিষ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্যান্ট কর্নেল হাসান মোরশেদ আজ ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েকজন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে এতে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ঘটনাস্থল থেকে ১ লিটারের ৩৫ বোতল এবং আধা লিটারের ৫৩ বোতল কসমস কালটার বিষ, ১২৫ গ্রামের ৯৩ বোতল তরল বিষ, ১০০ গ্রামের ২৪৯ বোতল দানাদার বিষ এবং ৫০০ গ্রামের ১১১ প্যাকেট পাউডার বিষ উদ্ধার করে। বিষগুলির আনুমানিক জব্দ মূল্য ১৯ লক্ষ ৩২ হাজার টাকা। এসময় অধিনায়ক বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Check Also

জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু

১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …