চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলাচনা সভা অনুষ্ঠিত

রবিবার :: ১১.১১.১৮
মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারের বিরুদ্ধে গনসচেতনতা সৃষ্টির লক্ষে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আজ সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর মাস্টার্স পরীক্ষার পর চাকরির পূর্বেই ডোপ টেস্ট করা হবে। টেস্টে পজেটিভ ফলাফল আসলে কোন চাকরি হবে না। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাওয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান পিপিএম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দাউদ হোসেন, সিভিল সার্জন ডা. এস এম এফ খায়রুল আতাতুর্ক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, মসজিদের ইমামসহ কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল।

Check Also

জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু

১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …