চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর শিশু মাসরুফা হত্যা মামলায় গ্রেপ্তার প্রতিবেশীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী

রবিবার :: ৩০.০৯.১৮
সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর ফুটানীপাড়া গ্রামে মায়ের সাথে নানা জিয়াউর রহমান ফেন্সির বাড়িতে বেড়াতে এসে নৃশংসভাবে খুন হওয়া ৭ বছরের শিশু কন্যা মাশরুফা হত্যা মামলায় গ্রেপ্তার নানা ফেন্সি’র প্রতিবেশী আব্দুল খালেক আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন। আজ দুপুরে জুডশিয়াল ম্যাজিষ্ট্রেটের নিকট তিনি ১৬৪ ধারায় তিনি জবানবন্দী দেন। উল্লেখ্য গত ২৪ সেপ্টেম্বর সকালে নানা বাড়ি থেকে নিখোঁজের পরদিন সকালে নানার বাড়ির পাশ থেকেই মাসরুফার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৭সেপ্টেম্বর ফেন্সির প্রতিবেশী মৃত.ওসমান আলীর ছেলে আব্দুল খালেককে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই তাঁর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিহত মাশরুফা ঘটনাস্থলের ২ কি.মি দূরের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক লাভাঙ্গা গ্রামের আব্দুল্লাহ’র মেয়ে। এ ঘটনায় ওই দিনই সদর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে হত্যা মামলা করেন আবদুল্লাহ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, শিশু মাশরুফার নানা ফেন্সি’র পরিবারের সাথে তুচ্ছ কিছু ঘটনা নিয়ে পূর্ব শত্রুতার জেরে শিশুটিকে লোমহর্ষকভাবে অত্যাচার করে খুন করা হয় বলে খালেক স্বীকার করেছেন। তাঁকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Check Also

জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু

১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …