চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও টাকা বিতরণ।

রবিবার ঃঃ ০২.০৪.২০১৭

 

সদর উপজেলার একটি পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আজ বিনামূল্যে বীজ সার ও টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খরিপ-১ ২০১৭ থেকে ২০১৮ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণদনা-পুনর্বাসন কর্মসূচির আওতায় আউশ চাষে কৃষি প্রণ্ােদনা হিসেবে এইসব উপকরণ বিতরণ করা হয়। আজ সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. জাহাঙ্গীর ফিরোজ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহসিন আলী। অন্যদের মাঝে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপইনবাবগঞ্জ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামস ই তাবরিজ, সাইফুল মতিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান। পরে উপজেলা পরিষদ চত্বরে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, ঝিলিম, বারঘরিয়া, রানীহাটি ও মহারাজপুর ইউনিয়নের ৪শ’ ৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ চাষে ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি এমওপি সার ও সেচ সহায়তার জন্য ৪’শ টাকা এবং নেরিকা আউশ চাষে ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও সেচ সহায়তার জন্য ৪’শ টাকা এবং আগাছা পরিস্কার কাজের জন্য আরও ৪’শ টাকা হারে প্রদান করা হয়। বাকী ইউনিয়ন গুলোয় এইসব উপকরণ পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা ড. জাহাঙ্গীর ফিরোজ। উল্লেখ্য, সেচ ও আগাছা পরিস্কারের জন্য বরাদ্দকৃত টাকা কৃষকরা ব্যাংকের মাধ্যমে উত্তোলন করবেন।

Check Also

জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু

১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …