ইউক্রেনকে সাড়ে ২২ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ফ্রান্সে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডি-ডে বার্ষিক অনুষ্ঠানের এক ফাঁকে গতকাল শুক্রবার রাজধানী প্যারিসে দেখা করবেন তারা। এ সময় ইউক্রেনকে সাড়ে ২২ কোটি ডলারের একটি সামরিক সহায়তা প্যাকেজ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। একটি সূত্র জানিয়েছে, এই প্যাকেজে গোলাবারুদ এবং বিমানবিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যান্য সরঞ্জাম রয়েছে। ডিসেম্বরে জেলেনস্কির ওয়াশিংটন সফরের পর এটিই হতে যাচ্ছে তাদের প্রথম মুখোমুখি বৈঠক। পরের সপ্তাহে ইতালিতে একটি জি-৭ শীর্ষ সম্মেলনে আবারও দেখা করবে এই দুই নেতা। কেননা, ইউক্রেনে হামলা শুরুর পর থেকে হিমায়িত করা রুশ সম্পদের ব্যবহার নিয়ে আলোচনা করছে ধনী দেশগুলো। এই সম্পদ থেকে ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার প্রদান করতে ইচ্ছুক তারা। গত মাসে রয়টার্সকে জেলেনস্কি বলেছিলেন, পশ্চিমা দেশগুলো সহায়তার বিষয়ে সিদ্ধান্ত নিতে অনেক বেশি সময় নিচ্ছে। ইউক্রেনের খারকিভ অঞ্চলে ১০ মে নতুন করে হামলা করে মস্কো। রুশ বাহিনী সেখানকার কয়েকটি গ্রাম দখলে নেওয়ার পর প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সংকটের মধ্যেই আত্মরক্ষা জন্য লড়ে যাচ্ছে ইউক্রেন। গত সপ্তাহে ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য সীমিত আকারে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন বাইডেন।