রকি-রানির রাজত্ব, প্রথম দিনে আয় ১১.৫০ কোটি
প্রায় সাত বছরের বিরতির পর বক্স অফিসে কামব্যাক করলেন পরিচালক করণ জোহর। চলতি বছর ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করলেন পরিচালক। কেরিয়ারে হাতে গোনা ছবি পরিচালনা করেছেন করণ, যার বক্স অফিস সাফল্য প্রশ্নাতীত। ‘কুছ কুছ হোতা হ্য়ায়’ পরিচালকের সাত নম্বর সিরিজ রণবীর-আলিয়ার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। মুক্তির প্রথমদিন বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করল এই ছবি। …