নাচোলে ৫ মৎস্য চাষিকে দেয়া হলো পোনা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে দুজন মৎস্যচাষিকে চিতল ও তিনজনকে দেশীয় ছোট গুলসা টেংরা মাছের পোনা প্রদান করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটের (মৎস্য খাত) আওতায় এই পোনা প্রদান করা হয়। প্রয়াসের ইউনিট-১১ ফতেপুর শাখা থেকে পোনা বিতরণের সময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির চাঁপাইনবাবগঞ্জ সদর অঞ্চলের …