চাঁপাইনবাবগঞ্জে শিশুসহ ডেঙ্গুতে আক্রান্ত আরো ১১
শিবগঞ্জ উপজেলার সরকারের মোড় এলাকার ১১ বছরের এক শিশুসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। অন্যদের মধ্যে একজনের বাড়ি বাতেন খাঁর মোড়, একজনের হাজারবিঘি, একজনের বারঘরিয়া, একজনের ছত্রাজিতপুর, একজনের শিবতলা, একজনের চুনাখালি। এরা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হয়েছেন। এছাড়া একজনের তারাপুর, একজনের কিরণগঞ্জ, একজনের বাড়ি সাহাপাড়া ও …